কুষ্টিয়ার মিরপুরে চোরের কাটা গাছের নিচে চাপা পড়ে মঞ্জু মন্ডল (৫৫) নামের এক ইজিবাইক যাত্রীর মৃত্যু হয়েছে। এ সময় ইজিবাইকের আরও ৫ যাত্রী আহত হয়। রোববার (২৪ অক্টোবর) কুষ্টিয়া-মেহেরপুর সড়কের মিরপুর উপজেলার ভাঙ্গাবটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মঞ্জু মন্ডল মিরপুর পৌরসভার তালতলা এলাকার মৃত আবুল কাশেম মন্ডলের ছেলে।
স্থানীয়রা জানান, রোববার দুপুরে একটি সংঘবদ্ধ চোর চক্র কুষ্টিয়া-মেহেরপুর সড়কের ভাঙ্গাবটতলা এলাকায় দিনে-দুপুরে চুরি করে সড়ক ও জনপথ বিভাগের গাছ কাটছিল। এ সময় চলন্ত ইজিবাইকের ওপরে নিমগাছটি পড়লে ইজিবাইক যাত্রী মঞ্জু মন্ডলের মৃত্যু হয়।
এ সময় আরও ৫ যাত্রী আহত হয়। পরে গাছ চোর পালিয়ে যায়। কুষ্টিয়া-মেহেরপুর সড়কে মাঝেমধ্যেই দিনদুপুরে চুরি করে গাছ কাটে চোর চক্র।
মিরপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা সবুজ হোসেন বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।