চুয়াডাঙ্গায় গলায়মার্বেল বেঁধে সোয়াইদ হোসেননামের এক বছরেরশিশুরমৃত্যু হয়েছে।
বুধবারসন্ধ্যাসাড়েছয়টারদিকে চুয়াডাঙ্গার পৌরএলাকা বেলগাছিগ্রামে এ দুর্ঘটনা ঘটে ।
জানা গেছে , সোয়াইদ হোসেন বেলগাছিগ্রামেররাজমিস্ত্রি সোহাগআলীর ছেলে । প্রতিবেশিআব্দুর রাজ্জাক জানান,সন্ধ্যায়মর্বেলনিয়ে খেলছিলশিশু সোয়াইদ । এ সময় সে একটিমার্বেলমুখেদিলেগলায় বেঁধে যায় মার্বেলটি ।
এতে শিশুটিকান্নাকাটিশুরুকরলেপরিবারেরসদস্যরাতারগলায়কিছুআটকেআছেকিনাপরীক্ষাকরতে গেলে সেঅজ্ঞানহয়েপড়ে । এ অবস্থায়তাকেসদরহাসাতালেচিকিৎসারজন্য নিলেকর্তব্যরতচিকিৎসকতাকেমৃত ঘোষণাকরেন ।
সদরহাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক সাদিয়া আক্তার জানান, হাসপাতালেনিয়েআসারআগেইশিশুটিমারা গেছে।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসীন বলেন,এখন পর্যন্ত এমন ঘটনা আমার জানা নাই।