চুয়াডাঙ্গার জীবননগর থানা পুলিশ অভিযান চালিয়ে ১৪৪ বোতল ফেনসিডিলসহ এলাকার চিহ্নিত মাদক কারবারি আজাদ হোসেনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত মাদক কারবারি আজাদ হোসেন (৪০) জীবননগর উপজেলার খয়েরহুদা গ্রামের আব্দুল খালেকের ছেলে।
জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল খালেক জানান, গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) শ্রী সুখেন্দ্র বসু আজ বৃহস্পতিবার (২৮ অক্টোবর) বেলা সাড়ে ১২ টার সময় খয়েরহুদা গ্রামের আজাদ হোসেনের বাড়িতে অভিযান চালায়।
এ সময় আজাদ হোসেনের বসত ঘর তল্লাশি করে ১৪৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয় এবং মাদক কারবারি আজাদ হোসেনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আজাদ হোসেনকে চুয়াডাঙ্গা আদালতে সোপর্দ করা হয়েছে।