এনআরবিসি ব্যাংকের ৯৩তম চুয়াডাঙ্গা শাখার ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধন করা হয়। মঙ্গলবার দুপরে শহীদ আবুল কাশেম সড়কে অবস্থিত এ ব্যাংকের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনআরবিসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক রবিউল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান রফিকুল ইসলাম মিয়া আরজু, বাংলাদেশ আওয়ামী লীগ চুয়াডাঙ্গা জেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক পৌরসভার মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন ও বিশিষ্ট ব্যবসায়ী তৌহিদ হোসেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, চুয়াডাঙ্গা সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর রেজাউল করিম, চুয়াডাঙ্গা ট্রাক মালিক সমিতির সভাপতি হাবিবুর রহমান লাভলু, সরোজগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী এম.আব্দুল্লাহ, বাংলাদেশ জুয়েলার্স সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি সাইফুল হাসান জোয়ার্দ্দার টোকন,চুয়াডাঙ্গা সমবায় নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মাহফুজুর রহমান জোয়ার্দ্দার মিজাইল, বাংলাদেশ দোকান মালিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক ইবরুল হাসান জোয়ার্দ্দার ইবু, ব্যাংকের চুয়াডাঙ্গা শাখার ব্যবস্থাপক বিল্লাল আহম্মদ প্রমুখ।