দামুড়হুদার বহুল আলোচিত প্রতারক তেল ব্যাবসায়ী একাধিক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি শাহাজাহান আলি (৪০) কে গ্রেফতার করেছে দামুড়হুদা মডেল থানা পুলিশ।
থানা সূত্রে জানা গেছে, দামুড়হুদা ব্রীজপড়ার মৃত.আব্দুল মান্নান এর ছেলে দামুড়হুদা ফিলিং স্টেশন( তেল পাম্প)এর মালিক শাহাজাহান আলী (৪০) প্রতারণা সহ ১১টি মামলার পলাতক আসামি ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি নিজেক আত্মগোপনে রেখেছিলেন।
গতকাল গোপন সংবাদের তথ্যের ভিত্তিতে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ এর নেতৃত্বে চুয়াডাঙ্গা জেলার রেল স্টেশন এলাকা থেকে বিকাল ৫ টার দিকে দামুড়হুদা থানার এস আই কামরুল হাসান সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে তাকে গ্রেফতার করেন। ওয়ারেন্ট ভুক্ত গ্রেফতারকৃত আসামি শাহাজাহান আলীর বিরুদ্ধে ১০টি সিআর ও ১টি জি আর মোট ১১ টি মামলা রয়েছেন।যার মধ্যে ৭টি সি আর মামলার সাজা প্রাপ্ত আসামি ছিলেন তিনি।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ জানিয়েছেন,আটককৃত আসামি শাহানাজের বিরুদ্ধে মোট ১১ টি মামলা রয়েছে। যার মধ্যে ৭টি সি আর মামলায় সাজা প্রাপ্ত আসামি ছিলো।তিনি এতোদিন পলাতক ছিলেন।