ময়মনসিংহের খাগডহর এলাকা থেকে অস্ত্রসহ চার জঙ্গিকে গ্রেফতার করেছে র্যাব।
আজ শনিবার (৪ সেপ্টেম্বর) ভোর রাত ৫টার দিকে তাদের গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৪’র অধিনায়ক মো. রোকনুজ্জামান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জঙ্গিদের তৎপরতা ও অবস্থানের কথা জানতে পেরে র্যাব-১৪’র একটি দল খাগডহর এলাকায় অভিযান পরিচালনা করে। র্যাবের উপস্থিতি বুঝতে পেরে জঙ্গিরা গুলি ছুঁড়ে, র্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুঁড়ে।
অভিযানের এক পর্যায়ে ওই চার জঙ্গিকে অস্ত্রসহ গ্রেফতার করে র্যাব।