জামালপুরের মেলান্দহে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান প্রযুক্তি ও বিশ্ববিদ্যালয়ে সোমবার ( ১৩ সেপ্টেম্বর) বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, জামালপুর -৩ আসনের ৬ বারের নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মির্জা আজম এম.পি’র ৫৯ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান প্রযুক্তি ও বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুসদের ডিন অধ্যাপক ড. সুশান্ত কুমার ভট্টাচার্যের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বশেফমুবিপ্রবি’র সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান ড.এ এইচ.এম মাহবুবুর রহমান, ফিসারিজ বিভাগের চেয়ারম্যান মোঃ আব্দুস ছাত্তার, কম্পিউটার সায়েন্স এন্ড ইন্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ড. মাহমুদুল হাসান, গনিত বিভাগের চেয়ারম্যান মোঃ শাহজালাল, ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান এস.এম ইউসুফ আলী, ফিসারিজ বিভাগের সহকারী অধ্যাপক মোঃ রফিকুল বারী মামুন, জামালপুর জেলা ছাত্রলীগের সভাপতি নিহাদুল আলম নিহাদ, প্রবীন আ.লীগ নেতা ঠিকাদার আলহাজ্ব রুতম আলী, আ’লীগ নেতা মির্জা আব্দুল হালিম ,বশেফমুবিপ্রবির শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা ফকির আহসানুল ইরফান, এস.এম আল ফাহাদ, প্রমুখ।
এসময় বক্তারা মির্জা আজমের রাজনৈতিক বর্নাঢ্য জীবন নিয়ে আলোচনা ও তার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করেন। আলোচনা শেষে কেক কেটে তার জন্মদিন উদযাপন করা হয়।