ঝিনাইদহের শৈলকুপায় দুই মোটর সাইকেলের সংঘর্ষে আকাশ (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।,
সোমবার দুপুরে লাঙ্গলবাধের বন্দেখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আকাশ শৈলকুপা উপজেলার কাতলাগাড়ীর চর চরবাখবা গ্রামের মৃত শহিদুল ইসলামের ছেলে।
শৈলকুপা থার ওসি জাহাঙ্গীর হোসেন জানান, লাঙ্গলবাধের বন্দেখালী এলাকায় দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আকাশ মারাত্বকভাবে জখম হয়। মুমূর্ষূ অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পথিমধ্যে তার মৃত্যু হয় বলে তিনি আরো জানান।