মেহেরপুরের গাংনীর এলাঙ্গী গ্রামে শিশু অপহরণকারী সন্দেহে মকবুল হোসেন(৫২) নামের একজন ইলেক্ট্রিশিয়ানকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় জনতা।
সে গাংনীর মাঠ পাড়ার সুরমান আলীর ছেলে। আজ বৃহষ্পতিবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনাটি ঘটে।
গাংনী থানার ওসি বজলুর রহমান জানান, এলাঙ্গী গ্রামের ইয়াকুব আলীর তৃতীয় শ্রেণিতে পড়–য়া শিশু কন্যা নুসরাতকে মিষ্টি ও পাউরুটির প্রলোভন দিয়ে নিজ মোটর সাইকেলে তুলে নেয় মকবুল হোসেন।
এলাঙ্গী থেকে তুলে নিয়ে বিভিন্ন স্থানে ঘুরিয়ে রাইপুর বাজারে নিয়ে আসে। নুসরাতের পরিবারের লোকজন নুসরাতকে না পেয়ে খুজতে বের হয় এবং মকবুল হোসেনকে ধরে ফেলে। তাকে স্থানীয় এলাঙ্গী ক্যাম্পের সামনে নিয়ে লোকজন গণপিটুনী দিয়ে পুলিশে সোপর্দ করে। তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধিন।